১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র বিচিত্র বেগুনের ওজন সাড়ে তিন কেজি

রিপোর্টার
  • সময় : ০৬:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ১২ বার দেখেছে

ডেভ বেনেটের শখ ও নেশা সবজি চাষ। কুমড়া ও তরমুজ দিয়ে শুরু করেন। এরপর বেগুন চাষে আগ্রহী হয়ে ওঠেন। আর সেটিই তাঁর জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে ধরা দিয়েছে। এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেভিস কাউন্টির নাগরিক ডেভ বেনেট বিশাল আকৃতির একটি বেগুন উৎপাদন করে বিশ্ব রেকর্ড গড়েছেন। বেগুনটির ওজন ৮ দশমিক ৩৩ পাউন্ড (সাড়ে ৩ কেজির বেশি)।

আইওয়া কৃষি বিভাগের ওজন ও পরিমাপবিষয়ক ব্যুরোর পরিদর্শক ইভান হ্যানকিনস বেগুনটি পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তিনি নিশ্চিত করেছেন, ৮ দশমিক ৩৩ পাউন্ড ওজনের বেগুনটি বিশ্বের সবচেয়ে বড় বেগুন।

মিনেসোটা অঙ্গরাজ্যের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পরই মূলত বেগুন চাষে উদ্বুদ্ধ হন বেনেট। ওই ব্যক্তি চার পাউন্ড ওজনের একটি বেগুন ফলিয়েছিলেন। রেডিও আইওয়াকে দেওয়া সাক্ষাৎকারে বেনেট বলেন, ‘আমি পাঁচ বছর ধরে বেগুন চাষ করছি। দুই বছর আগে ৫ দশমিক ৬ পাউন্ড ওজনের একটি বেগুন উৎপাদন করে জাতীয় পর্যায়ে রেকর্ড গড়েছিলাম।’

বেনেট আরও বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, রেকর্ডের জন্য তাঁর আবেদনটির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের এক কৃষকের। তিনি ৭ দশমিক ২১ পাউন্ড ওজনের বেগুন উৎপাদন করেছিলেন।

এ রেকর্ড স্মরণীয় করে রাখতে একটি ফলক বানানোর ইচ্ছা রয়েছে বেনেটের। ফলকে তিনি লিখবেন ‘আমি বিশ্বের সবচেয়ে বড় বেগুন উৎপাদন করেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে আইওয়া কৃষি বিভাগ লিখেছে, আইওয়ার জন্য বিশ্ব রেকর্ড নিত্যনৈমিত্তিক কোনো ঘটনা নয়। ৮ দশমিক ৩৩ পাউন্ড ওজনের বিশাল একটি বেগুন উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছেন ডেভিস কাউন্টির ডেভ বেনেট। আইওয়ার ওজন ও পরিমাপ ব্যুরোকে এই রেকর্ড যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যুরোর পরিদর্শক ইভান হ্যানকিনস নিশ্চিত করেছেন, সবকিছু নিখুঁতভাবে পরিমাপ করা হয়েছে।

ট্যাগ :

শেয়ার করুন

যুক্তরাষ্ট্র বিচিত্র বেগুনের ওজন সাড়ে তিন কেজি

সময় : ০৬:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

ডেভ বেনেটের শখ ও নেশা সবজি চাষ। কুমড়া ও তরমুজ দিয়ে শুরু করেন। এরপর বেগুন চাষে আগ্রহী হয়ে ওঠেন। আর সেটিই তাঁর জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে ধরা দিয়েছে। এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেভিস কাউন্টির নাগরিক ডেভ বেনেট বিশাল আকৃতির একটি বেগুন উৎপাদন করে বিশ্ব রেকর্ড গড়েছেন। বেগুনটির ওজন ৮ দশমিক ৩৩ পাউন্ড (সাড়ে ৩ কেজির বেশি)।

আইওয়া কৃষি বিভাগের ওজন ও পরিমাপবিষয়ক ব্যুরোর পরিদর্শক ইভান হ্যানকিনস বেগুনটি পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তিনি নিশ্চিত করেছেন, ৮ দশমিক ৩৩ পাউন্ড ওজনের বেগুনটি বিশ্বের সবচেয়ে বড় বেগুন।

মিনেসোটা অঙ্গরাজ্যের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পরই মূলত বেগুন চাষে উদ্বুদ্ধ হন বেনেট। ওই ব্যক্তি চার পাউন্ড ওজনের একটি বেগুন ফলিয়েছিলেন। রেডিও আইওয়াকে দেওয়া সাক্ষাৎকারে বেনেট বলেন, ‘আমি পাঁচ বছর ধরে বেগুন চাষ করছি। দুই বছর আগে ৫ দশমিক ৬ পাউন্ড ওজনের একটি বেগুন উৎপাদন করে জাতীয় পর্যায়ে রেকর্ড গড়েছিলাম।’

বেনেট আরও বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, রেকর্ডের জন্য তাঁর আবেদনটির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের এক কৃষকের। তিনি ৭ দশমিক ২১ পাউন্ড ওজনের বেগুন উৎপাদন করেছিলেন।

এ রেকর্ড স্মরণীয় করে রাখতে একটি ফলক বানানোর ইচ্ছা রয়েছে বেনেটের। ফলকে তিনি লিখবেন ‘আমি বিশ্বের সবচেয়ে বড় বেগুন উৎপাদন করেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে আইওয়া কৃষি বিভাগ লিখেছে, আইওয়ার জন্য বিশ্ব রেকর্ড নিত্যনৈমিত্তিক কোনো ঘটনা নয়। ৮ দশমিক ৩৩ পাউন্ড ওজনের বিশাল একটি বেগুন উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছেন ডেভিস কাউন্টির ডেভ বেনেট। আইওয়ার ওজন ও পরিমাপ ব্যুরোকে এই রেকর্ড যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যুরোর পরিদর্শক ইভান হ্যানকিনস নিশ্চিত করেছেন, সবকিছু নিখুঁতভাবে পরিমাপ করা হয়েছে।